“৭ই মার্চ-কে স্মরণ”
মোঃ আদিল মাহমুদ
বঙ্গবন্ধু বলেছিলো, নিপীড়িত মানুষের মুক্তির কথা,
নেতার আদর্শের বুলি, গৌরবান্বিত বাঙলায় হয়েছে প্রথা।।
শ্রেষ্ঠ বাঙালি মহান, আইন নেতার চলমান,
জুড়ায়েছে যে পরাণ, কীর্তি বিধু’র বহমান।
হৃদয়ে চিরন্তন অনুভব করতে হবে, শশী হারানোর ব্যথা,
ইহকালের কর্মজীবনে, নিত্য মেনে চলব বঙ্গবন্ধুর কথা।।
জাতির পিতা ছিলো, আমাদের বন্ধু,
জীবন ছিলো তাঁর, যেন বিষাদ সিন্ধু।
বাংলার ইনসানের ভালোবাসা, “বঙ্গবন্ধু”র অন্তরে গাঁথা,
বঙ্গবন্ধু’র অনুরাগ, এ বসুমতীতে ছিলো না কোনো রূপকথা।।
বঙ্গবন্ধুর প্রাণ স্রষ্টার পরীক্ষিত দান, কখনো করিও না অসম্মান,
জননেত্রী শেখ হাসিনা,সকলের জন্য সমান,
অর্থনীতির উন্নয়ন, তাঁর দূরদর্শিতার প্রমাণ।
“শেখ হাসিনা”র যতো যথা, বিশ্বে তাঁর উপস্হিতি ততো তথা।।
গীতিকারঃ ইন্সপেক্টর (তদন্ত)
পরশুরাম মডেল থানা, ফেনী জেলা।