বিশেষ প্রতিনিধি : বেকার এক ব্যক্তিকে কাজ দিয়ে স্বাবলম্বী করার দোহাই দিয়ে এনে ঘরে বেঁধে মারধর ও মুক্তিপণ আদায়ের ঘটনায় টেকনাফে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে কিশোরগঞ্জের এক ব্যক্তিকে উদ্ধার করেছে।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গত ১৮ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) রাত পৌনে ৯টারদিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের কাঁটাবনিয়ার জনৈক কাশেমের বাড়িতে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ দাবীর খবরে র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মৃত কালু মিয়ার পুত্র মোঃ কাশেম (৬০) এবং কাশেমের পুত্র মোঃ জুনাঈদ (২৫) পালিয়ে গেলেও ঘরে অভিযান চালিয়ে বন্দি অবস্থায় কিশোরগঞ্জের বাজিতপুর ইউনিয়নের পোড়াবান্ধা গ্রামের মৃত শুক্কুর আলীর পুত্র মোঃ সাইফুল ইসলাম (২৬) কে উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যক্তি বলেন, শ্য ১৪ ফেব্রুয়ারী কিশোরগঞ্জের নিকলী থানার জনৈক মোঃ বাচ্চু (২৭) কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ির মালিকদের নিকট সোর্পদ করে। তখন বাড়ির মালিক অপহৃত সাইফুলকে বাড়িতে বেঁধে মারধর করে এবং মুক্তিপণ দাবী করে। অপহৃতের পরিবার বিষয়টি র্যাবকে অবহিত করা হলে অভিযান চালিয়ে ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। এই ঘটনায় সম্পৃক্ত পালিয়ে যাওয়া ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে এবং উদ্ধারকৃত ভিকটিমকে পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ###