সাদ্দাম হোসাইন : হ্নীলা হাইস্কুল মাঠে আন্ত:উখিয়া-টেকনাফ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১ইং ৪র্থ আসরের ৬ষ্ট দিনের খেলায় টেকনাফ ক্রীড়াঙ্গনকে ১-০ গোলে হারিয়ে শুভ সুচনা করেছে সবুজ সাথী ক্রীড়া সংসদ খারাংখালী।
১৭ ফেব্রুয়ারী (বুধবার) বিকাল ৪.২৫টায় হ্নীলা হাইস্কুল মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১ইং ৪র্থ আসরের ৬ষ্ট দিনের খেলায় টেকনাফ ক্রীড়াঙ্গন এবং সবুজ সাথী ক্রীড়া সংসদ খারাংখালীর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার ২য় মিনিটের মাথায় সবুজ সাথী ক্রীড়া সংসদ খারাংখালীর ১১নং জার্সিধারী খেলোয়াড় রাব্বি গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। টেকনাফ ক্রীড়াঙ্গন একাদশের খেলোয়াড়েরা গোল পরিশোধে মরিয়া হয়ে উঠায় খেলা আক্রমণ আর পাল্টা আক্রমণে উপভোগ্যহয়ে উঠে। উভয় দলই একাধিক গোলের সুযোগ পেয়েও গোল করতে পারেনি। প্রথমার্ধ্বের খেলার সময় শেষ হওয়ায় রেফারী মধ্যবিরতি ঘোষণা করেন।
মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হলে আবারো উভয় দল দূরন্ত গতিতে আক্রমণ আর পাল্টা আক্রমণ শুরু করে। উত্তেজনাপূর্ণ খেলায় টেকনাফ ক্রীড়াঙ্গনের ১৩নং জার্সিধারী খেলোয়াড় রুবেল প্রতিপক্ষের খেলোয়াড়কে বিধি-বর্হি:ভূতভাবে বাঁধা দেওয়ার অপরাধে হলুদ কার্ড প্রদর্শন করেন। চমৎকার নৈপূণ্যে এগিয়ে চলা খেলায় সবুজ সাথী ক্রীড়া সংসদ খারাংখালীর ১নং জার্সিধারী গোলরক্ষক জয়নালকে সময় ক্ষেপন ও অসদাচরণের দায়ে হলুদ কার্ড প্রদর্শন করা হয়। দারুণ উত্তেজনাপূর্ণ খেলায় উভয় দলের খেলোয়াড় একাধিক গোলের সুযোগ নষ্ট করেন এবং খেলার পুরো সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে অত্র টূর্ণামেন্টের ৬ষ্ট দিনের খেলা সমাপ্তি ঘোষণা করেন। ফলে সবুজ সাথী ক্রীড়া সংসদ খারাংখালী ১-০ গোলে জয়ী হয়ে এই টূর্ণামেন্টে শুভ সুচনা করেছেন।
খেলায় প্রধান রেফারী ছিলেন শফিউল আলম শফি,সহকারী রেফারী ছিলেন শাহাদাত করিম, আবছার মাহমুদ এবং ৪র্থ রেফারীর দায়িত্ব পালন করেন শফিকুল ইসলাম মাহাদী।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার লাভ করেন বিজয়ী দলের একমাত্র গোলদাতা রাব্বি। তাকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
আগামীকাল ৭ম দিনের খেলায় মৌলভী বাজার ক্রীড়া পরিষদ এবং থাইংখালী নুরুল আমিন মেম্বার ফুটবল একাদশ মুখোমুখী হবে। ###