নিজস্ব সংবাদদাতা:
টেকনাফ উপজেলার বাহারছড়াস্থ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম শামলাপুরে আজ সোমবার বাদে জোহর মাদ্রাসা অফিসে মাদ্রাসার পরিচালনা কমিটি ও শিক্ষকদের যৌথ সভা অনুষ্ঠিত হয়। যৌথ সভায় কমিটির সদস্যদের ও শিক্ষকদের পরামর্শের ভিত্তিতে মাওঃ মোহাম্মদ উল্লাহকে তার পারিবারিক ঝামেলায় মাদ্রাসার সুনাম বিনষ্ট হওয়ায় মাদ্রাসার দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়। মাও. মুফতি আব্দুল আযীয সাহেবকে মাদ্রাসার পরিচালক হিসেবে ও মাও. ছানা উল্লাহ রিয়াদকে সহযোগী শিক্ষা পরিচালক, মাওলানা তাইফুর হোসাইনকে ক্যাশিয়ার হিসেবে মনোনীত করা হয়। যৌথ সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ছাবের আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা রফিক উদ্দীন, মাওলানা আব্দুল আযীয, মাওলানা তাইফুর হোসাইন, মাওলানা ছানা উল্লাহ রিয়াদ, মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা জসিমউদ্দিন, মু. আব্দুর রহিম, ধলা মিয়া, মাস্টার মোজাম্মেল প্রমুখ।