দেশসেরা মেধা তালিকায় ২য় ও ১১তম স্থান অর্জন করলো ৩ জন
টেকনাফ গোদারবিল মাদরাসা আনাস বিন মালিক (রাঃ) এর কে,জি বিভাগের শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্যের ঝর্ণা ধারা অব্যাহত
নিজস্ব প্রতিনিধি, টেকনাফ :
টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল মাদরাসা আনাস বিন মালিক (রাঃ) এর তত্তাবধানে পরিচালিত ইসলামী আদর্শ কে,জি বিভাগের শিক্ষার্থীরা কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশ গ্রহণ করে অভাবনীয় সাফল্যের ঝর্ণা ধারা অব্যাহত রেখেছে। এবারে ১৬ জানুয়ারি প্রকাশিত নূরানী তা’লিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এর প্রকাশিত কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফলে বিবেচনায় দেখা যায় সারাদেশে বোর্ডের মেধাতালিকায় ২০ স্থানের মধ্যে মাদরাসা আনাস বিন মালিক (রাঃ) গোদারবিল ২য় স্থানে ২ জন ও ১১ তম স্থানে ১ জন উত্তীর্ণ হয়েছে। মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা হচ্ছে মাওলানা নুরুল হকের ছেলে এহতেশামুল হক ত্বোয়াহা ( রোল নং-১০৯৭৩৫)
প্রফেসর রুহুল আমিন এর কন্যা তাসনোভা ভুঁইয়া রামিসা ( রোল নং-১০৯৭৩৬) দু’জনই দ্বিতীয় স্থান ও মোঃ হাসানের ছেলে আনিসুর রহমান (রোল নং- ১০৯৭৩৭)১১ তম স্থান অর্জন করেছে।
গেল শিক্ষাবর্ষে মোট ২১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ জন A+, (এ প্লাস) সহ শতভাগ সাফল্য অর্জন করেছে। আগামীতেও এ ধারা যেন অব্যাহত থাকে সেজন্য মহান আল্লাহর নিকট সকলের দোয়া কামনা করেছেন মাদরাসার মুহতামিম মাওঃ শফিউল্লাহ জমিরী।
ইসলামী আদর্শ কে,জি. বিভাগের প্রধান শিক্ষক মাওঃ মোঃ করিম আরফাত জানান, মহান আল্লাহ পাকের অসীম রহমতে টেকনাফ উপজেলা হতে কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশ গ্রহণ করে প্রতিবারের মত এবারও শতভাগ উত্তীর্ণ হয়েছে। এ ফলাফলের পিছনে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল বশর (সাবেক কাউন্সিলর), মাদরাসার মুহতামিম মাওঃ শফিউল্লাহ জমিরী, শিক্ষা পরিচালক মাওঃ হাফেজ আবদুশ শাকুর এর সুদক্ষ পরিচালনা ও সংশ্লিষ্ট শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে ভাল ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। সকলেই ভাল ফলাফল করে মাদরাসার শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিকতা রক্ষা করেছে।