পটিয়া মাদ্রাসা’র ছাত্র নিখোঁজ
আল্ জামিয়া আল্ ইসলামিয়া পটিয়া, চট্টগ্রামের
হেফজ বিভাগের ছাত্র মোহাম্মদ সাদ বিন ইমরান
গত ২৪ শে আগস্ট রোজ সোমবার বাদ মাগরিব হতে নিখোঁজ রয়েছে। সে পটিয়া ধলঘাটস্থ নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ সেন্টারের সহকারী প্রশিক্ষক মাওলানা হাফেজ ইমরান নোমানী সাহেবের বড় ছেলে। নিখোঁজের সময় ছবিতে যে পাঞ্জাবী ও টুুুুপি পরিহিত আছে ঐ পোশাকই গায়ে ছিল।
তাকে সম্ভাব্য স্থানে খোঁজ করেও সন্ধান পাওয়া যায়নি।
এব্যাপারে পটিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নং- ১২৭২, তারিখ ২৫/০৮/২০২০ ইং।
যদি কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটির খবর পেয়ে থাকেন নিম্নের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
সন্ধান দাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।
01816903935