টেকনাফ উপজেলা বিএনপির উপদেষ্টা মৌলভী আবদুল মান্নান শনিবার রাত সাড়ে আটটার দিকে কক্সবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী।
এক শোক বার্তায় তিনি জানান, রাজনৈতিক জীবনে তিঁনি ছিলেন অকুতোভয় ও রাজপথের বিশ্বস্ত সহচর। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে মরহুম মাওলানা আবদুল মান্নানের আত্মার মাগফেরাত কামনা করে শোকবার্তা দিয়েছেন টেকনাফ উপজেলা বিএনপি।
শোকবার্তায় টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইনসহ নেতা কর্মীরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
নেতৃবৃন্দরা শোক বার্তায় মরহুমকে একজন সফল রাজনীতিবীদ উল্লেখ করেন।