হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে রাশেদ মাহমুদ আলী সভাপতি এবং জামাল আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
১৬নভেম্বর বিকাল ৩টায় হ্নীলা বাসষ্টেশনে হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার খলিলুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে ২য় অধিবেশন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে শুরু হয়।
এতে সভাপতি পদে রাশেদ মাহমুদ আলী এবং শিল্পপতি জামাল আহমদের নাম প্রস্তাব করা হয়। প্রস্তাবিত পদের বিপরীতে কোন প্রার্থী না থাকায় হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে রাশেদ মাহমুদ আলী সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে শিল্পপতি জামাল আহমদকে বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী ঘোষণা করা হয়। ###